Popular posts

Friday, 26 August 2016

The truth of jin and magic or জিন বা জাদুর কিছু কথা.

If anybody not see this post in your language. So please you translet by Google translate.

এই বিষয় পড়ার শুরুতে বলে রাখছি,

যে  ধৈর্য ধরে আমার লেখা পড়ুন বা

অন্য যারটাই পড়ুন. ধৈর্য সহকারে

পড়লে  অনেক কিছু জানতে ও

শিখতে পারবেন.

    বিসমিল্লাহির রাহমানির রাহীম

Lets come to the point.
 
জিন কি ?

আসলে  আমাদের মধ্যে যারা

মুসলমান. তাদের মধ্যে   কম বেশি

সবাই এই সম্পর্কে  জানে, তাও বলছি

যে জিন কিসের তৈরি.

জিন আগুনের তৈরি , তারা যে কোন

আকার নিতে পারে যেমন:

হাতি,মানুষ,ইত্যাদি. এছাড়া জিনদের

কিছু আলাদা শক্তি আছে যেমন:

হাওয়ায় ভেসে বেড়ানো,নিমিষেই

যেকোন স্থানে যাওয়া,হাজার

মানুষের কাজ একলাই করা,ইত্যাদি.

বিশেষ দ্রষ্টব: হযরত মুহাম্মদ (স:) এর রূপ বাদে.

জিন চেনার উপায়:

আসলে এই দুনিয়া ভরা রহস্য. তাই

এই কম সময়ে সব বিষয়ের রহস্য ভেদ

করা সম্ভব নয়. কিন্তুু  সব বিষয় জানা

সম্ভব. চলুন তাই করি. প্রথমে

আপনাদের একটা রহস্যময় মন্ত দিই,

মন্তটি হলো:
       
               জিন দেখার মন্ত

           আলিফ লাম মিম ইয়াছিন
                ইয়া নুরু ইয়া বাতিনু
      দোহাই হলাহি জিন ইনছান মানব
              দানব দেও দৈত্য দানা.
        স্বচক্ষে দেখাও মোরে বিহাক্কে  
              হযরত নবী শাফিয়ানা.
             ইয়া জাহিরু ইয়া বাতিনু .

বিধি: 1 দিন পড়ে সিদ্ধ করা লাগবে.

আসলে সাধনে আজকের যুগে আমরা

কি করি , আগের কালের মানুষরা  তার

জিবনে পার করে দিত শুধু   একটি

বিষয় জানার জন্য.  তাই আমরা শুধু

মন্ত ও তন্ত্র জানলে হবে না.  আসলে

বিষয় মনে বিশ্বাস থাকতে হবে ও

নিজের কাজের প্রতি  বিশ্বাস থাকতে

হবে তাহলেই তাতে সফলতা পাওয়া

যায়.  কারন বিশ্বাস থাকলে সব সম্ভব.

আমরা জিন দেখিনা তারপরও বিশ্বাস

করি এর ফলে আমরা  নতুন বিষয় দিন

দিন খুজেঁ  বের করি  , কারন বিশ্বাস

আছি..

আপাদত এই মন্ত পড়ি পড়ের. পোস্টে

যা থাকবে তা হলো:

1) জিন এর বংশ বিস্তার

2) জিন খায় কি

3) জিনের বয়স কত.

আপনেরা পড়ে বেশি লাইক ও কমেন্ট

করবেন তাহলে আমি বুঝতে পারব

আাপনেরা খুশি.