Popular posts

Monday 24 October 2016

বজ্রপাত এর কথা the thender

বজ্রপাত সম্পর্কে কিছু তথ্য বজ্রপাত এমন একটি বিষয় যা সম্পর্কে বিজ্ঞান খুব বেশি তথ্য দিতে পারেনি।আসলে এটি খুব কঠিন একটি কাজ বজ্রপাত ব্যাখ্যা করা।তবুও বিজ্ঞানীরা কিছু তথ্য দিয়েছে।সেই আলোকে আমি এখন আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি। তাপামাত্রাঃ ==> ৪০,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। গতিবেগঃ ==> ঘণ্টায় প্রায় ২,২০,০০০ কিলোমিটার। দৈর্ঘ্যঃ ==> ১০০ মিটার – ৮ কিলোমিটার। ব্যাসার্ধঃ ==> ১০-২৫০ মিলিমিটার। বিদ্যুৎ প্রবাহঃ ==> ১০ কিলো – ১ কোটি ভোল্ট। স্থায়িত্বঃ ==> ১-২ মাইক্রো সেকেন্ড।

No comments:

Post a Comment