Popular posts

Tuesday, 19 December 2017

যে ৫টি কারনের জন্য মশা আপনাকে কামড়াই…



এই মৌসুমে মশার উপদ্রব বেড়ে যায়। মশার কামড়ে ঘুমের ব্যাঘাত ঘটে। সন্ধ্যা হলেই মশার কামড়ে অতিষ্ঠ হতে হয়। আর ডেঙ্গু, ম্যালেরিয়া এসব রোগের ভয় তো আছেই। কয়েল বা স্প্রে ব্যবহার করেও মশা থেকে সহজে রক্ষা পাওয়া যায়না। তাহলে এবার জেনে নিন, মশা আপনাকে কামড়াই কেন…

১) ঘামের গন্ধ: অনেকেই বেশি ঘেমে ওঠেন। আর ঘামের ল্যাকটিক অ্যাসিড মশাদের হাতছানি দেয়। বডি টেমপারেচারের তারতম্যও ঘামের একটা কারণ। সুতরাং কারও যদি বেশি ঘাম হয়, তবে মশার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে।

২) পোশাকের রং: পোশাকের রংও মশাদের ডাক পাঠায়। বিশেষত গাঢ় কোনও রং। লাল রং হলে তো আর কথাই নেই। তাই গরম বা যে যে সময়ে মশাদের উপদ্রব বেশি, সেই সময় হালকা রংয়ের পোশাক পরাই শ্রেয়।

৩) ব্লাড গ্রুপ: বিশেষ ব্লাড গ্রুপ এর জন্য দায়ী। দেখা গিয়েছে o+ , o- দুই ব্লাড গ্রুপের মানুষকেই বেশি মশা কামড়ায়। সুতরাং এই ব্লাড গ্রুপের মানুষদের মশা তাড়ানোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছু করার নেই।

৪) জিন: কোনও কোনও ব্যক্তির শরীরে স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে। সেটা জিনগত কারণেই তৈরি হয়। শরীরের নিজস্ব প্রক্রিয়া। জিনের কারণেই তা কারও কারও ক্ষেত্রে থাকে না। এক্ষেত্রেও মশা তাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই।


৫) গর্ভবতী: মশাদের টার্গেটে থাকে গর্ভবতীরাও। কেন? জানা যাচ্ছে, গর্ভবতীদের শরীরে এক বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাদের আকৃষ্ট করে। তাই ঝাকে ঝাকে তারা গর্ভবতীদের দিকে ছুটে আসে। এ ব্যাপারে মহিলাদের আগেভাগে সতর্ক থাকতে হবে।

এবার জেনে নিন এমন কিছু খাবারের কথা যেগুলো মশার কামড় থেকে আপনাকে দূরে রাখবে-

১। কাঁচা মরিচ: গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন বেশি বেশি করে মরিচ খেলে একটা মশাও কামড়াবে না। যেহেতু মরিচে রয়েছে ক্যাপসিসিন নামের একটি উপাদান, যা মশাদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

২। রসুন এবং পেঁয়াজ: এই দুটি সবজি শরীরে প্রবেশ করা মাত্র আমাদের গা থেকে অ্যালিসিন নামে একটি কম্পাউন্ড বেরুতে শুরু করে, যা মশাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৩। পেঁয়াজকলি, মটরশুঁটি, ডাল এবং টমেটো: পেঁয়াজকলি খাওয়া মাত্র এতে উপস্থিত সিট্রোনেলা তেল আমাদের শরীর থেকে বেরুতে শুরু করে, যা কোন এক অজানা কারণে মশাদের দূরে রাখতে দারুন কাজে আসে। তাছাড়া, মটরশুঁটি, ডাল এবং টমেটো- এই তিনটিতেই রয়েছে থিয়ামিন নামে একটি উপাদান। এটি শরীরে প্রবেশ করা মাত্র বিক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে এক ধরনের গন্ধ বের করে, যা মশাদের দূরে রাখে।

source:- Medical Tips

No comments:

Post a Comment