Popular posts

Tuesday, 26 December 2017

Command Prompt: Tricks N Tricks (Part-I)

প্রথমে Command Prompt এর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে পোস্ট করেছিলাম। কথা ছিল cmd এর ট্রিকস নিয়ে পোস্ট করবো। আজ এর প্রথম পর্ব লিখলাম। এই পোস্টে থাকছে কিছু সহজ টিপস ও ট্রিকস।

[cmd নিয়ে আমার প্রথম পোস্ট যারা পড়েননি তারা চাইলে ভিজিট করতে পারেন- গুরুত্বপূর্ণ কিছু CMD কমান্ড ]

দেরি না করে চলুন শুরু করা যাক।

 

রঙিন cmd

cmd ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট রং পরিবর্তন করতে cmd এর উপরে মাউস দিয়ে রাইট ক্লিক করে ‘Properties’ এ যান।এখন ‘Colors’ ট্যাব থেকে নিজের পছন্দমত রং বাছাই কর ‘OK’ তে ক্লিক করুন।

 

Command Help

সহজ ও জটিল মিলিয়ে cmd তে ২০০ টিরও বেশি কমান্ড রয়েছে।  এসব কমান্ডের মধ্যেও আবার রয়েছে switch ও modifier। এসবকিছু মনে রাখা প্রায় দুস্কর হয়ে যায়।কোনো কমান্ডের কোনো switch বা modifier ভুলে গেলে ঘাবড়ানোর কিছু নেই।যেকোনো কমান্ডের শেষে ‘/?’ লিখলেই ওই কমান্ডের সবকিছু আপনি দেখতে পারবেন cmd window তে।

 

মাঝপথেই বন্ধ করুন যেকোনো কমান্ড

কমান্ড লিখে Enter চাপার পর যদি তা মাঝ পথে বন্ধ করার প্রয়োজন হয় তবে কি করবেন? তেমন কিছু না, শুধুমাত্র Ctrl + C চাপলেই হবে।

 

Run as Administrator দিয়ে cmd চালু করুন 

সাধারণভাবে Command Prompt চালু করলে অনেক উচ্চমানের কমান্ড নিয়ে কাজ করা যায় না, Administrator  permission এর  প্রয়োজন  হয়। এজন্য cmd তে মাউসের রাইট ক্লিক করে ‘Run as administration’ সিলেক্ট করতে হয়। কিন্ত সবসময় এভাবে চালু করা সময় সাপেক্ষ।তাই স্বয়ংক্রিয়ভাবে Administrator দিয়ে cmd চালু করতে মাউসের রাইট ক্লিক করে ‘Properties’ এ গিয়ে ‘Shortcut’ ট্যাবে ‘Advanced’ অপশনটি সিলেক্ট করবেন এবং ‘Run as administrator’ এ টিক দিয়ে ‘OK’ তে ক্লিক করবেন। এরপর থেকে cmd চালু করলেই তা Administrator এর মাধ্যমে চালু হবে।

পূর্বে ব্যবহৃত কমান্ড লিস্ট

অনেক কমান্ড লিখেছেন! এখন ব্যবহৃত সকল কমান্ড দেখা প্রয়োজন? চিন্তার কিছু নেই।

doskey /history লিখেলেই চলে আসবে পূর্বে ব্যবহার করা সকল কমান্ডের লিস্ট।

 

Function key (F1-F12) এর ব্যবহার

cmd এ Function Key এর ব্যবহার সবচেয়ে কার্যকরী যার মাধ্যমে অনেক সময় বাঁচানো যায়:

F1: সর্বশেষ ব্যবহারকৃত কমান্ড এক অক্ষর করে পেস্ট করবে।F2: সর্বশেষ ব্যবহারকৃত কমান্ড পেস্ট করে (যে অক্ষর লিখা হবে এর আগ পর্যন্ত)F3: সর্বশেষ ব্যবহারকৃত কমান্ড সম্পূর্ণ পেস্ট করবে।F4: বর্তমান কমান্ড থেকে টিপিকৃত অক্ষর পর্যন্ত ডিলিট করতে।F5: ব্যবহারকৃত কমান্ডগুলো পেস্ট করে (চক্রাকারে নয়)F6: ^Z পেস্ট করে।F7: পূর্বে ব্যবহারকৃত কমান্ডের তালিকা দেখায়।Alt+F7: পূর্বে ব্যবহারকৃত কমান্ডের তালিকা ডিলিট করে।F8: ব্যবহারকৃত কমান্ডগুলো পেস্ট করে (চক্রাকারে)F9: F৭ তালিকায় প্রদর্শিত কমান্ডের ক্রমিক সংখ্যা চিহ্নিত করে।

 

টাইটেল পরিবর্তন

cmd এর Title bar এ ডিফল্ট ভাবে লিখা থাকে ‘Command Prompt’। কখন ও পরিবর্তন করার ইচ্ছা বা প্রয়োজন হলে লিখুন-

title YOUR TITLE

YOUR TITLE এর স্থলে আপনার পছন্দের টাইটেল দিন।

কিন্তু এটি স্থায়ী নয়, পরের বার cmd চালু করলে তা আবার ডিফল্ট টাইটেল হয়ে যাবে।

Batch ও Script ফাইলের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

 

কপি করুন কমান্ড আউটপুট

অনেকসময় কমান্ড আউটপুট কপি করার প্রয়োজন হয়। সাধারণত সকলে Copy-Paste ব্যবহার করে কপি করে। কিন্তু একটি ছোট কম্যান্ড দিয়েই আউটপুট কপি করা যায়।

command ।clip

এখানে command এর স্থলে যে কমান্ডের আউটপুট পেতে চান সেই কমান্ড লিখতে হবে।

 

ড্রাইভের সম্পূর্ণ ডিরেক্টরি কাঠামো

অনেকসময় ড্রাইভের ফোল্ডার, সাব ফোল্ডার ও ফাইল-এর পথ (directory path) দেখার প্রয়োজন হয়। ছোট একটি কমান্ড দিয়ে তা দেখা যায়। cmd তে লিখুন ‘tree’

[আউটপুট কোনো টেক্সট ফাইলে কপি করে নিলে ফোল্ডার বা ফাইল খুঁজতে সুবিধা হবে]

 

যেকেনো ফোল্ডার থেকে cmd চালু 

নিয়মিত command prompt ব্যবহারকারীরা মাঝে মাঝে নির্দিষ্ট ফোল্ডার থেকে command prompt চালু করার প্রয়োজন অনুভব করবেন। অনেকে cd/chdir কমান্ডের মাধ্যমে নির্দিষ্ট ফোল্ডারে প্রবেশ করে, যা অনেক সময় সাপেক্ষ। কিন্তু খুব সহজেই যেকোনো স্থান থেকে command prompt চালু করা সম্ভব। এর জন্য প্রথমেই আপনাকে Windows file explorer এর মাধ্যমে নির্দিষ্ট ফোল্ডারে প্রবেশ করতে হবে। তারপর Shift চেপে ধরে যেকোনো ফাঁকা স্থানে মাউসের রাইট ক্লিক করে Open command window here এ ক্লিক করলেই ওই ফোল্ডার থেকে cmd চালু হবে।

 

দেখুন Star Wars Episode IV

প্রথমেই বলে নেই, এটি কোনো দরকারি ট্রিকস নয়, শুধুমাত্র সময় কাটানোর জন্য।

আপনি যদি star wars ফ্যান হন তবে এই ট্রিক্সে আপনি আনন্দ পাবেন। star wars episode IV সম্পূর্ণ মুভি-এর ASCII ভার্সন দেখতে পারবেন আপনার cmd window তে। দেখতে হলে cmd তে লিখুন-

telnet towel.blinkenlights.nl 

যদি কমান্ডটি না চলে তবে বুঝতে হবে আপনার পিসি তে Telnet Client enable নেই। এক্ষেত্রে Telnet Client enable করতে এই লিঙ্ক দেখুন।

 

আজকে এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে থাকছে জটিল কিছু ট্রিকস। সাথে থাকবেন।

No comments:

Post a Comment