ব্যবহার সম্পর্কে। তবে এর আগে জানতে হবে Function key কি!!
কিবোর্ডের শীর্ষে থাকা F1 থেকে F12 লেবেলকৃত কী গুলোই function key । আসলে শর্টকাটে কাজ করতে এই কী গুলো ব্যবহার করা হয়, যা অন্যভাবেও করা যায়। তাই এই কী গুলো অনেকেই ব্যবহার করে না ও ব্যবহার জানে না। তবে এই কী গুলোর মাধ্যমে অনেক কাজ খুব সহজে এবং কম সময়ে করা যায়। অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ভেদে এই কি গুলোর ব্যবহার আংশিক ভিন্ন হয়ে থাকে।
এখন চলুন মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে function key এর ব্যবহার দেখে নেই ㅡ
কীব্যবহারF1⇨ সাহায্যের জন্য সার্বজনীন শর্টকাট হিসাবে এই কী বিবেচিত করা হয়। প্রায় সব প্রোগ্রামেই F1 চাপলে 'Help and Support' মেন্যু চালু হয়।
⇨ Windows Key + F1 চাপলে 'Windows Help and Support' দেখাবে।F2Windows Explore-এ F2 চেপে দ্রুত নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করতে পারবেন।
'Ctrl+F2' — MS Office suite প্রিন্ট উইন্ডো চালু হবে।
'Alt+Ctrl+F2' — MS Office suite ডক্যুমেন্ট উইন্ডো চালু হবে।
Microsoft Excel এ F2 চাপলে বর্তমান চালু সেল (cell) এডিট করবে।F3উইন্ডোজে যেকোনো ফাইল বা ফোল্ডার সার্চ করতে।
প্রায় সকল ব্রাউজারে F3 চাপলে সার্চ বার চালু হয়।
Command Prompt(CMD) সর্বশেষ কমান্ড লাইন পুনরাবৃত্তি করবে।
'Shift+F3' — MS Office suite এ ইংরেজী অক্ষর ছোট বা বড় হাতের করা যায়।F4Alt+F4 যেকোনো প্রোগ্রাম অবিলম্বে বন্ধ করে।
Windows Explorer ও Internet Explorer এড্রেস বার চালু করে।
MS Office suite সর্বশেষ কাজ পুনরাবৃত্তি করে।F5প্রায় সকল ব্রাউজারে পেজ বা ডকুমেন্ট উইন্ডো রিলোড(reload) হবে।
'Ctrl+F5' — ব্রাউজারের ক্যাচে ক্লিয়ার করে ওয়েবপেজ রিফ্রেশ করে।
Windows Explorer-এর চালুকৃত উইন্ডো রিফ্রেশ করে।
MS PowerPoint-এ slideshow শুরু হবে।
MS Office suite(PowerPoint ব্যতীত)-এ find, replace, এবং go to উইন্ডো চালু হবে।F6উইন্ডোজ ডেস্কটপে থাকাকালীন F6 চেপে টাস্কবার পরিচালনা করা যাবে।
কিছু ব্রাউজারে এড্রেস বার ফোকাস হয়।F7MS Office suite-এ spell check শুরু হবে।
'Shift+F7' — Word Document-এ চিহ্নিত ওয়ার্ডের সংজ্ঞা(definition) দেখা যাবে। [অফলাইনে দেখতে অবশই ডিক্শনারি ইনস্টল থাকতে হবে।]
Mozilla Firefox-এ caret browsing চালু হবে, যা কিবোর্ডের মাধ্যমে ওয়েবপেজের টেক্সট সিলেক্ট করতে কার্যকরী।F8উইন্ডোজ চালু হওয়ার সময়(boot) F8 চেপে Windows Start Menu তে যাওয়া যাবে। এখানে আপনি safe mode এ উইন্ডোজ চালু করতে পারবেন।
Opera Internet Browser-এ এড্রেস বার ফোকাস হবে।F9Microsoft Word-এ ডকুমেন্ট রিফ্রেশ হবে।
Microsoft Outlook-এ ই-মেইল আদান-প্রদান করা যাবে।
Integrated Development Environments-এ এর ব্যবহার আছে। এছাড়া F9 বা ctrl+F9 এর মাধ্যমে Code 'compile and run' করা যায়। এটি প্রোগ্রামারদের জন্য উপযোগী।F10Mozila Firefox ও Internet Explorer মেন্যু বার দেখাবে।
'Shift + F10' — সিলেক্টকৃত ফোল্ডার বা ফাইলের কনটেক্সট মেনু দেখাবে। (মাউসের রাইট ক্লিক করার সমতুল্য)F11Windows Explorer এবং যেকোনো ব্রাউজারে full screen মোড চালু/বন্ধ হবে।
'Shift + F11' — MS Excel-এ new sheet যোগ হবে।
'Ctrl + F11' — MS Excel-এ new macro যোগ হবে।F12MS Office suite-এ
'F12' — 'Save as' উইন্ডো দেখাবে।
'Ctrl+F12' — ডকুমেন্ট ফোল্ডার দেখাবে।
'Shift+F12' — ডকুমেন্ট সেভ করবে। ['ctrl +s' এর অনুরূপ]
'Ctrl+Shift+F12' — প্রিন্ট উইন্ডো দেখাবে। ['ctrl +p' এর অনুরূপ]
এই পোস্টে function key-এর সকল ব্যবহার তালিকাবদ্ধ করার চেষ্টা করা হয়েছে যেন আপনি আপনার কিবোর্ডের সর্বোত্তম ব্যবহার করতে পারেন। আপনি যদি আরও কোনো ব্যবহার জেনে থাকেন তবে তা কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না। ধন্যবাদ!
No comments:
Post a Comment