Popular posts

Wednesday, 27 December 2017

IMEI Fix For Android(Root)!!

অনেক সময়ই দেখা যায় কাস্টম রম ফ্ল্যাশ দিতে গিয়ে IMEI নষ্ট হয়ে যায়।এর কারণে ফোনের ডাটা কানেকশনে সমস্যা সহ বিভিন্ন সমস্যা দেখা যায়।বিভিন্নভাবেই IMEI সংরক্ষণ করে রাখা যায়,যেমন Mobile Uncle Tools এর সাহায্যে বা TWRP এর মাধ্যমে NVRAM ব্যাকআপ করে।কিন্তু সবসময় ব্যাকআপের কথা মনে না থাকাই স্বাভাবিক।তাই যারা ব্যাকআপ করেন নাই অথবা করার পরও সেটি রিস্টোর করতে পারছেন না,তাদের জন্য এই পোষ্ট 🙂

কিভাবে বুঝবেন আপনার IMEI নষ্ট হয়েছে?

ফোনের কোন সিস্টেম ফাইল রিপ্লেস/মডিফাই করার পর অথবা কাস্টম রম ফ্ল্যাশের পর যদি সিমে নেটওয়ার্ক না পায় বা নেট চালাতে অসুবিধা হয়,তাহলে আপনার Dialer ওপেন করে *#06# টাইপ করুন।সেখানে নিচের মত আসলে বা কিছু না লেখা থাকলে বুঝতে হবে আপনার IMEI নষ্ট হয়েছে।

 

প্রয়োজনীয় অ্যাপস:

Chamelophone-

 

Chamelephon

Price: Free 

 

IMEI Fix প্রসেস:

প্রথমে অ্যাপসটি ইনস্টল করে নিনএবার আপনার ফোনের বক্স থেকে বা ব্যাটারি খুলে ফোনের বডি থেকে আপনার IMEI নাম্বার দুটি কোথাও লিখে নিনএখন Chamelophon ওপেন করুনদুটি বক্স দেখতে পাবেন,প্রথম বক্সে প্রথম IMEI বসান এবং দ্বিতীয় বক্সে দ্বিতীয় IMEI বসানসেভ করে রিবুট করুনএবার *#06# ডায়াল করে আপনার IMEI চেক করুন

বি.দ্র.: আপনার ফোন অবশ্যই রুটেড হতে হবে 🙂

 

আরো আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন 🙂

No comments:

Post a Comment