কার্নেল, এই শব্দটির সাথে কমবেশি আমরা সবাই পরিচিত।এই নাম জানা পর্যন্তই সীমাবদ্ধ আমাদের জানা।এই জিনিসটা কি তা আমাদের মধ্যে বেশিরভাগই জানি না।আমার কাছেও আসলে ব্যাপারটা ক্লিয়ার ছিলোনা।তাই এটা নিয়ে একটু পড়াশুনা করলাম।এখন আমি যা বুঝেছি তা আপনাদের বুঝাতে চাই।তাহলে এখন আমরা জানবো কার্নেল সম্বন্ধে।এটার কাজ কি,কেন এটা প্রয়োজন তা আমরা এই লিখার মাধ্যমে জানতে পারবো।চলুন শুরু করা যাক।
সহজ ভাবে বলতে গেলে কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেম এর মূল।এর কাজ হচ্ছে একটি মোবাইল/কম্পিউটার এর হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সমন্বয় সাধন করা।এদের মধ্যে সংযোগ স্থাপন করাই এদের কাজ।কার্নেল হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে একটি ব্রিজ হিসেবে কাজ করে।কার্নেল সাধারণত কম্পিউটার/মোবাইল চালু হওয়ার সময় সবার আগে লোড হয়।এটা মূলত মূল মেমরিতে থাকে।এখান থেকেই সে সবকিছু পরিচালনা করে।কার্নেল ছাড়া আমদের মোবাইল/কম্পিউটার দিয়ে কাজ করা কষ্টসাধ্য হয়ে যেতো।আসলে আমাদের না,ডেভেলপারদের।কারণ তাহলে প্রতিটি হার্ডওয়্যার ও সফটওয়্যার এর জন্য আলাদা আলাদা ভেবে কোড লিখতে হতো,কোনটা কি কাজ করবে তা কোডিং করতে হতো।এক কথায় বিষয়টা অনেক জটিল হয়ে যেত।
একটা উদাহরণ দিয়ে কার্নেলের ব্যাপারটা ক্লিয়ার করি।মনে করেন আমাদের মোবাইলে ফেসবুক অ্যাপটা আছে।এখন আমরা যখন এই ফেসবুক অ্যাপের আইকন এর উপর ক্লিক করি,তখন তা কার্নেলের কাছে যায়।টাচ কার্নেলকে বলে, অমুক জায়গায় ক্লিক করা হয়েছে।এটা সাধারণত x y এর স্থানাংক ব্যাবহার করে বলা হয়।তখন কার্নেল অপারেটিং সিস্টেমকে বলে অমুক জায়গায় ক্লিক করা হয়েছে।অপারেটিং সিস্টেম তো জানে এই জায়গায় ফেসবুক অ্যাপ আছে তাই সে ফেসবুক অ্যাপটি ওপেন করে।এভাবেই মূলত আমদের অপারেটিং সিস্টেম কাজ করে।একটি ব্লগে চমৎকার একটা উদাহরণ পড়েছিলাম।উদাহরণটা অনেকটা এই রকম,যদি আমরা ক্যামেরা অ্যাপ দিয়ে একটা ছবি তুলতে যাই,তখন ক্যামেরা অ্যাপ কার্নেল কে বলে ভাই একটা ছবি তুলে দেন।তখন কার্নেল ক্যামেরা কে বলে ঐ একটা ছবি তুলে দে।তখন ক্যামেরা ছবি তুলে কার্নেলকে দেয়।আর কার্নেল ঐ অ্যাপটারে বলে এই নে তোর ছবি।
তো বলা যায় যে কার্নেল হচ্ছে বস।সে সবাইকে নিয়ন্ত্রণ করে।সবাই তার কথা শুনে।সবাই কিছু করার আগে তার কাছে অনুমতি চায়।সে সবার মধ্যে সম্পর্ক ঠিক রাখে।সেই মূলত ব্যবস্থাপক।আমদের যা চাওয়া তা সফটওয়্যার কে দিয়ে করিয়ে নেওয়ার দায়িত্ব তার।
তো এখন তো বুঝতে পারছেন কার্নেল কি।তাহলে নিশ্চয় বুঝতে পারছেন এর প্রয়োজনীয়তা কি।তাহলে আমার মনে হয়না কার্নেল কেন প্রয়োজনীয় সেটা আর বলা লাগবে না।
এখন প্রশ্ন হল কার্নেল কীভাবে এসব কাজ করে?
আসলে ব্যাপারটা আমি এখনো জানি না।আমার ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে হবে।ততদিন আমাদের সাথেই থাকুন।আশা করি এটা কীভাবে কাজ করে তা আপনাদের জানাতে পারবো।
source: Tip Top Tips
No comments:
Post a Comment