Popular posts

Saturday 6 January 2018

গুগল সার্চের গোপন ট্রিকস : Google Hacks


গুগল সার্চ ইঞ্জিন অতি পরিচিত এক মুখ , এমনও হতে পারে গুগলে খোঁজ করেই হয়ত আপনি এই আর্টিকেলটি পরছেন! যাইহোক, বাংলাদেশে তো গুগল সার্চের বিকল্প ভাবারই উপায় নেই কিন্তু এমনটি যে শুধু আমাদের দেশে তা কিন্তু নয় ৷ সারা বিশ্বেই গুগল সার্চ ইঞ্জিন দাপটের সাথে বিরাজ করছে আর তাই বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিনের তকমা রয়েছে এর নিকট ৷

গুগল সার্চ ইঞ্জিন প্রতিদিন কমপক্ষে ৩০০ কোটি সার্চ পরিচালনা করে থাকে ৷ লেরি পেজ ও সার্জে ব্রিন কাকুর এই সার্চ ইঞ্জিন শুধু যে আপনার কাঙ্খিত তথ্য সরবরাহ করতে পারে এমন কিন্তু নয়, এর বাইরে এর কিছু সুপ্ত প্রতিভা রয়েছে আর তা নিয়েই আমাদের আজকের প্রবন্ধ ৷ চলুন দেখে নেই আর কি কি ভাবে আপনি ব্যবহার করতে পারেন গুগল সার্চ ইঞ্জিনকে –

#১.ওয়েবসাইটের মধ্যকার সার্চ

এই ফিচারটি ব্যবহার করে আপনি কোন নির্দিষ্ট সাইটের মধ্যে কাঙ্খিত বস্তুর খোঁজ করতে পারবেন ৷ এর জন্য প্রথমে আপনাকে ” Site: ” এই কি ওয়ার্ড ব্যবহার করতে হবে ৷ এরপর নির্দিষ্ট সাইটের নাম লিখে স্পেস দিয়ে কাঙ্খিত জিনিসটির নাম লিখে সার্চ দিতে হবে ৷ উপরের চিত্রে আমার করা সার্চ রেজাল্টের উদাহরন দেওয়া হল ৷


#২.দ্রুততর অনুবাদ

ছোট পরিসরের অনুবাদের জন্য আপনি গুগল ট্রান্সলেট অ্যাপ ব্যবহারের বিকল্প সরূপ গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে ৷ এর জন্য আপনাকে শুধু ” Translate To ” কি ওয়ার্ডের ব্যবহার করতে হবে ৷ উদাহরন: Technology translate to Bangla .


#৩.ক্যালকুলেটর

আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই  হিসাব নিকাশ করে চলতে হয় আর এই হিসাব নিকাশের পরিচিত সঙ্গী হল ক্যালকুলেটর ৷ একবার ভাবুন যদি গুগল সার্চ ইঞ্জিনকেই হিসাবের সঙ্গী করে নেওয়া যায় তাহলে কেমন হবে ?  কি অবাক হলেন! জ্বী হ্যা , প্রয়োজনে আপনি গুগল সার্চকেই বানিয়ে নিতে পারবেন ক্যালকুলেটর আর এজন্য আপনাকে যা করতে হবে তা হল শুধু Calculator লিখে গুগলে সার্চ করা ৷ এটিকে সামান্য মনে করার কোন কারন নেই কারন এই ক্যালকুলেটর আপনাকে হিসাবের পূর্ন স্বাদ প্রদান করতে সক্ষম ৷ এছাড়া আপনি চাইলে এর সাহায্য নাম্বারসমূহ বাইনারী কোডে রূপান্তর করতে পারবেন ৷


আরো দেখুন: গুগল আর্থ-এ অদৃশ্যমান স্থানের সন্ধান


#৪.জনসাধারনের উপাত্ত ব্যবহার করা

এই বৈশিষ্টটি আপনাকে কোন স্থানের চলতি জনসংখ্যা হার জানতে সহায়তা করবে ৷ এর জন্য আপনাকে যা করতে হবে , সার্চ বারে Population rate লিখে তারপর যে অবস্থানের জনসংখ্যা হার আপনি জানতে চান সে স্থানের নাম লিখে সার্চ করতে হবে ৷ উদাহরনসরুপ: Population rate of Bangladesh.


#৫.টাইম জোন

“সময় নদীর স্রোতের মত কারও জন্য অপেক্ষা করেনা” -ইহা যেমন চিরন্তন সত্য তেমনি অপর এক সত্য হল স্থান ভেদে সময় ভিন্ন ভিন্ন সংখ্যায় প্রকাশ পায় যাকে আমরা টাইম জোন বলি ৷ যদি আপনার কোন স্থানের টাইম জোন জানার প্রয়োজন পরে তবে তা মুহূর্তই জানিয়ে দিতে সক্ষম আমাদের গুগল দাদু ৷ এর জন্য আপনাকে যা করতে হবে, সার্চ বারে “time in” লিখে একটি স্পেস দিয়ে যে স্থানের টাইম জোন জানতে চান তার নাম লিখতে হবে ৷ উদাহরনসরুপ : Time in Bangladesh.


#৬.আবহাওয়া আপডেট

আপনি কি জানেন গুগল সার্চবার আপনাকে মুহুর্তেই আবহাওয়া সম্পর্কে অবগত করতে সক্ষম ?এর জন্য আপনাকে শুধু Forecast লিখে তার পাশে আপনি যে স্থানের আবহাওয়া জানতে চান সেখানকার নাম লিখে সার্চ করতে হবে, যেমন – Forecast Dhaka.


#৭.রং নির্বাচন করুন

যাদের মাঝে ডিজাইনিং এর ভূত রয়েছে তারা ইহা অতিমাত্রায় পছন্দ করবেন ৷ আপনার যদি কোন নির্দিষ্ট রং পছন্দ থাকে এবং আপনি তা খুঁজে পেতে চান তাহলে এই বৈশিষ্টের স্লাইডারের সাহায্যে সহজেই তা খুঁজে পাবেন ৷ এই বৈশিষ্ট্য ব্যবহার করতে হলে আপনাকে শুধু গুগল সার্চ বারে Color picker লিখে সার্চ করতে হবে ৷ এছাড়া আপনি চাইলে এর দ্বারা কোন নির্দিষ্ট কোডের মাধ্যমে পছন্দের রং খুঁজে পেতে পারেন ৷ এজন্য আপনাকে Color picker #কালার কোড লিখে সার্চ দিতে হবে ৷


#৮.গেম খেলুন

মেসেঞ্জারের মতো গুগল সার্চ ইঞ্জিনে ও লুকায়িত গেম রয়েছে ৷ যদি আপনি কিছু সময় অপচয়ের মুডে থেকে থাকেন তাহলে গুগলে সার্চ বারে ” tic-tac-toe” লিখে সার্চ করুন আর নিজেকে ব্যাস্ত রাখুন ৷


আরো দেখুন: গুগলের নতুন ফাইল ম্যানেজার অ্যাপ : Files Go


#৯.জীবজন্তুর ডাক শুনুন

এই বৈশিষ্ট্য হয়ত আপনার নিয়মিত ব্যবহার উপযোগী কিছু নয় তবে যদি আপনার জীবনে কোন বাচ্চার অস্তিত্ব থাকে তবে আপনি এর পূর্নাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে পারবেন ৷ এর সাহায্যে আপনি আনুমানিক ১৯ জীবজন্তুর ডাক শুনতে পারবেন ৷ আপনাকে শুধু ” What does a প্রানীর নাম (ইংরেজীতে) Say ” লিখে সার্চ করতে হবে ৷ উদাহরন –  What does a cat say.


#১০.সিদ্ধান্ত নিন

ধরুন আপনি কোন একটি জিনিস নিয়ে মারাত্মক সিদ্বান্তহীনতায় ভুগছেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না , এমন সময় কয়েন দিয়ে টস করা বা ডাইস ঘুরানো (খাটি বাংলায় লুডুর ছক্কা) যেন আশীর্বাদ সরূপ বলা যায় ৷ কিন্তু সময় মতো যদি এর একটিও আপনার নিকট না থাকে তখন কি করবেন? কোন সমস্যাই সমস্যা না যখন গুগল দাদু আছে সাথে ৷ “Flip a coin” বা “Roll a die” লিখুন আর তারপর দেখুন ম্যাজিক ৷


আজকের মত এইটুকুই, আর্টিকেলটি কেমন লাগল কমেন্ট করে আমাদের জানান ৷ আবারো নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের নিকট সেই পর্যন্ত বিদায় ৷

What do you think?
Like
0
+1
Agree
1
+1
Disagree
0
+1
Don't get it
0
+1

No comments:

Post a Comment