Sojib
আমি সবসময়ই বলি, অ্যান্ড্রয়েডের আসল মজা রুট করার পর। রুট করা ছাড়া আপনি অ্যান্ড্রয়েডের মজা পাবেন না। আমাদের মোবাইল কোম্পানি গুলো শুধু সেসব ফিচার আনলক করে দেয় যেগুলো মোবাইলের জন্য ক্ষতিকর নয়। ভয় পাবেন না, রুট করলেই যে মোবাইলের ক্ষতি হয় এমন না। আপনি যদি ঠিকমতো সবকিছু করেন তবে মোবাইলের কিছুই হবে না। তারপরও যদি কোন সময় ভুলক্রমে সিস্টেমের ক্ষতিসাধন হয় বা যদি মোবাইল ব্রিক করে তবে ব্যাকআপ রিস্টোর করলেই হয়ে যাবে। তাই রুট করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ (অন্তত আমার মতে) হচ্ছে সিস্টেমের একটি ব্যাকআপ রাখা। তো কীভাবে ব্যাকআপ রাখবেন? এর জন্য কাস্টম রিকভারি ইনস্টল দেওয়া থাকতে হবে। এছাড়া কাস্টম রিকভারি ব্যাকআপ রিস্টোর, কাস্টম রম ইনস্টল, বিভিন্ন স্ক্রিপ্ট, টুইকস ইনস্টল করার কাজে লাগে। কীভাবে কাস্টম রিকভারি ইনস্টল করবেন? সেটা জানাতেই এই লেখা। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলের জন্য বানানো CWM, PHILZ অথবা TWRP ডাউনলোড করে নিন। আপনার মোবাইলের কাস্টম রিকভারির জন্য গুগলে CWM / Philz / Twrp for your phone model লিখে সার্চ দিবেন। তিনটাই একটা একটা করে খুঁজে দেখবেন যেটা পাবেন সেটা ডাউনলোড করবেন। অথবা আপনার মোবাইলের ফেসবুক গ্রুপেও দেখতে পারেন। রিকভারি ডাউনলোডের পর তা recovery.img এ রিনেম করে এসডি কার্ডে রাখুন (কোন ফোল্ডারে নয়)
তারপর নিচের দেওয়া লিংক থেকে Mobile Uncle Tool ডাউনলোড করে নিন।
Download Mobile Uncle Tool from here
Mobile Uncle Tool ওপেন করুন,Root Access চাইলে Access/Grant করুন।
তারপর Recovery Update এ যান
তাহলে আপনার এসডি কার্ডে রাখা recovery.img দেখাবে সেটায় ক্লিক করুন
তারপর রিকভারি আপডেট করার জন্য কনফার্মমেশন চাইবে Ok দিবেন
অল্প কিছুসময় পরেই কাস্টম রিকভারি ইনস্টল হয়ে যাবে। এরপর একটি পপআপ আসবে সেটাতে Ok ক্লিক করলে আপনাকে রিকভারি মুডে নিয়ে যাবে। Cancel দিলেও সমস্যা নেই।
তো হয়ে গেল কাস্টম রিকভারি ইনস্টল দেওয়া। কোন প্রশ্ন বা কোন কিছূ না বুঝলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
No comments:
Post a Comment