Popular posts

Thursday 30 November 2017

ফ্যানটম ভাইব্রেশান সিন্ড্রোম – ভুতুড়ে ফোনের আওয়াজ!

আপনার কি কখনও ভুলবশত মনে হয়েছে পকেটে থাকা ফোনটি বাজছে অথবা ভাইব্রেশন হচ্ছে ? তাহলে আপনি ফ্যানটম ভাইব্রেশান সিন্ড্রোম (Phantom vibration syndrome) বা ফ্যানটম রিঙ্গিং (Phantom ringing)  অনূভব করেছেন যার অর্থ ভুতুড়ে ভাইব্রেশান বা রিঙ্গিং এর লক্ষন ৷

ফ্যানটম ভাইব্রেশান সিন্ড্রোম ( Phantom vibration syndrome) বা ফ্যানটম রিঙ্গিং (Phantom ringing syndrome)  হলও ভুলবশত ফোন ভাইব্রেট করছে অথবা বাজছে এমনটা অনুভূত হওয়া ৷ ড. মাইকেল রথবার্গ মতে এটা কোন উপসর্গ নয়, কিন্তু চারিত্রিক দিক বিবেচনা করে এটাকে এক ধরণের বিভ্রম বলা যেতে পারে ৷

ফ্যানটম রিঙ্গিং মূলত গোসল করার সময়, টেলিভিশন দেখার মূহূর্তে অথবা উচ্চশব্দ যুক্ত যন্ত্র ব্যবহারের সময় অনূভব হয়ে থাকে ৷ মানুষ সাধারণত ১০০০-৬০০০ হার্টজ শব্দের মধ্যে ভালো প্রতিক্রিয়া দেখায় এবং বেসিক ফোনগুলার সাউন্ড এই রেঞ্জের মধ্যেই পড়ে।সেল ফোন ব্যবহার শুরুর পর ভাইব্রেট অ্যালার্টের সুবিধা আনার জন্য ফ্যান্টম ভাইব্রেশন ডেভেলপ করে। রিসার্চার মাইকেল ড্রউন লক্ষ করেন যে আন্ডারগ্র্যাজুয়েট ছাত্রদের প্রতি ১০ জনের ৯ জন ফ্যান্টম ভাইব্রেশনে অভ্যস্ত ৷

No comments:

Post a Comment