Popular posts

Thursday 30 November 2017

গুগল আর্থ-এ অদৃশ্যমান স্থানের সন্ধান

বাস্তবিক এমন অনেক স্থান রয়েছে যা গুগল আর্থ উপস্থান করতে অক্ষম ৷ গুগল আর্থ এই অক্ষমতার পিছনে মূলত কি কারন রয়েছে, সে ব্যাপারে টি সকলেরই অজানা ৷ আজ এমনই কিছু স্থানের ব্যাপারে বিস্তারিত ধারনা দিবো আপনাদের ৷

১. নারসার্সুক, গ্রিনল্যান্ড

একটি আণবিক অস্ত্রবাহী বিমান এই স্থানটির কাছেই উত্তর সমুদ্রে ভেঙে পড়ে। এরফলে পরবর্তীতে পুরো এলাকাটি প্লুটোনিয়ামের তেজস্ক্রিয়তায় দুষ্ট হয়ে পড়ে বলে জানা যায়। ১৯৬৮ সালে মেরুবলয়ের এই জায়গাটি সংবাদশীর্ষে উঠে আসে ৷ গুগুল আর্থ-এ জায়গাটিকে কোন ভাবেই সুস্পষ্ট ভাবে দেখা যায় না ৷

২.রসওয়েল, মার্কিন যুক্তরাষ্ট্র 

নিউ মেক্সিকোর এই জায়গাটির খ্যাতি ‘ইউএফও’ সাইট হিসেবে। এক সময় মানুষের কৌতূহল ফেটে পড়েছিল এখানে ইউএফও দেখতে পাওয়ার সংবাদে। কিন্তু এই জায়গাটির আরও একটি ইতিহাস রয়েছে। ১৯৪৭ সালে মার্কিন বিমান বাহিনীর এক গুপ্তচর বেলুন এখানে ভেঙে পড়েছিল। পরে ইউএফও-র গুজব ছড়িয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেয়ার চেষ্টা চলে বলে জানা যায়। ১৯৭০ দিকে ইউএফও-র গুজব তুঙ্গে ওঠে। কোন এক অজানা কারনে এই জায়াগটির ডিটেলও গুগল আর্থ-এ অলভ্য।

৩.গেথসেমানে বাগান, জেরুসালেম, ইজরায়েল

খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী, এই বাগানে যিশু তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার আগের রাত্রিটি কাটিয়েছিলেন। কিংবদন্তি রয়েছে মা মেরিকে প্রথমে এই বাগানেই সমাহিত করা হয়েছিল ৷ বর্তমানে এই বাগান এক পবিত্র খ্রিস্টীয় তীর্থ। গুগল আর্থ-এ এই স্থানটি কোনও অজ্ঞাত কারণে অস্পষ্ট দেখা যায় ৷

৪.অ্যান্থ্রাক্স দ্বীপ, স্কটল্যান্ড

মাত্র এক মাইল দৈর্ধ্যের এই ডিম্বাকৃতি দ্বীপটির চেহারা গুগল আর্থ কোনভাবেই সুস্পষ্ট ভাবে দেখাতে পারে না। গ্রুইনার্ড উপসাগরের এই দ্বীপটি বহুকাল ধরেই মানুষ কর্তৃক বর্জিত । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ বিজ্ঞানীরা এখানে অ্যান্থ্রাক্স বোমা পরীক্ষা করতেন বলেই এই দ্বীপ বাসযোগ্যতা হারায়। ঠিক কী কারণে গুগল আর্থ এই দ্বীপের গহীনে প্রবেশ করতে পারে না, তা এখনও রহস্য ৷



source : Tip Top Tips


https://mbasic.facebook.com/Tip-Top-Tips-331809883953350/?_e_pi_=7%2CPAGE_ID10%2C6122756625

No comments:

Post a Comment