মুখ ধোয়ার জন্য অনেকেই সাবান ব্যবহার করে থাকেন। তবে আপনি কি জানেন, সাবান দিয়ে মুখ ধুলে ত্বকের ক্ষতি হয় না উপকার হয়? বিশেষজ্ঞদের মতে, সাবান দিয়ে মুখ ধুলে ত্বক আর্দ্রতা হারায়। এতে ত্বক ম্লান হয়ে পড়ে এবং শুষ্ক হয়ে যায়। তাহলে নিচের লেখাগুলি এবার মন দিয়ে পড়ুন..
ত্বকের কোষকে ক্ষতি করে
সাবানের মধ্যে রয়েছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এটি ত্বকের কোষের ক্ষতি করে। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল শরীরে ব্যবহারের জন্য, মুখে নয়।
ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা কমায়
সাবান ত্বকে ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এতে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে।
ভিটামিন নষ্ট করে
সাবান ব্যবহার করলে ত্বকের প্রয়োজনীয় ভিটামিন নষ্ট হয়ে যায়। এতে ত্বক অস্বাস্থ্যকর ও ম্লান হয়ে পড়ে।
পিএইচ-এর ভারসাম্য নষ্ট করে
সাবান ত্বকের পিএইচের মাত্রা নষ্ট করে। এতে মুখের ত্বক শুষ্ক হয়ে যায়। অনেক সাবানের মধ্যে ফ্যাটি এসিড রয়েছে। এটি ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। এতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
গ্লিসারিন সাবান ব্যাবহার না করা
এখন যেহেতু শীতকাল, তাই প্রায় নিরানব্বই ভাগ বাড়িতেই গ্লিসারিন সাবান ব্যবহার করা হয়। গ্লিসারিন সাবানও কিন্তু মুখের ত্বকের জন্য নিরাপদ নয়। এই ধরনের সাবানে ক্ষারের জায়গায় এত বেশি পরিমাণে ফ্যাট থাকে, যা মুখের ত্বকের pH ব্যালেন্সকে নষ্ট করে দেয়।
অবশ্য অনেকেই মুখের ত্বক পরিষ্কারের জন্য রোজকার ব্যবহারের সাবানটা এড়িয়েই চলেন। এই সচেতনতা ধীরে ধীরে গড়ে উঠছে। যেটা আশার ব্যাপার। আসলে রোজকার ব্যবহারের সাবানের মধ্যে অতিরিক্ত পরিমাণে ক্ষার থাকে। যা শরীরের অন্যান্য জায়গায় ধুলো–কাদা পরিষ্কারের জন্য ভাল। কিন্তু মুখের ত্বক যেহেতু বেশি সেনসিটিভ তাই ক্ষার একদমই ব্যবহার করা যাবে না।
source:- Medical Tips/facebook
No comments:
Post a Comment