Popular posts

Friday 15 December 2017

উইন্ডোজ ফোল্ডারের রং,চিহ্ন পরিবর্তন করে নিন(Folderico V5.1 FULL)

উইন্ডোজের একধরণের হলুদ রঙের ফোল্ডার দেখতে দেখতে কি আপনি ক্লান্ত?😓 একই ধরণের এতো ফোল্ডারের মধ্যে নির্দিষ্ট ফোল্ডার খুঁজে পেতে কষ্ট হয়?😩 কখনো কি ফোল্ডারের চিহ্ন বা রং পরিবর্তন করার ইচ্ছা হয়েছে?😋 কিন্তু দুঃখের বিষয় হলো উইন্ডোজে ডিফল্টভাবে ফোল্ডার রং পরিবর্তন করা যায় না। তবে চিন্তার কিছু নেই; এই আধুনিক যুগে অনেক সফটওয়্যার আছে ফোল্ডার সাজানোর জন্য। এর মধ্যে Teorex এর Foldericoসফটওয়্যারটি ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ।

এই পোস্টে Folderico সফটওয়্যারের ব্যবহারবিধি নিয়ে আলোচনা করা হবে।😊

প্রথমেই Folderico ডাউনলোড করে নিন। এর জন্য এখানে ক্লিক করুন। [সাইজ: ১০.৫MB ]

জিপ ফাইলটি ডাউনলোড হলে তা আনজিপ করে ইনস্টল করে নিন। পরে Folderico.exe থেকে সফটওয়্যারটি চালু করুন।

“Help” ট্যাব এ গিয়ে “Enter the serial key” এ ক্লিক করুন এবং জিপ ফাইলে থাকা serial number দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।

সফটওয়্যারটি বন্ধ করে দিতে পারেন।

এখন আপনার পিসিতে যে ফোল্ডারের চিহ্ন বা রং পরিবর্তন করতে চান ওই ফোল্ডারে মাউসের রাইট ক্লিক করুন এবং “Change Folder Icon”এর উপর কার্সার নিন। পরে নিজের পছন্দমতো ধরণ পরিবর্তন করে নিন।

আমার কাজ শেষ আপনার কাজ শুরু! ইচ্ছামতো ফোল্ডারের ধরণ পরিবর্তন করে আপনার পিসিতে নতুনত্ব নিয়ে আসুন। 👌

এইটুকুতে মন ভোরে নাই?😐 আরও সুন্দর করতে চান??😕

তাহলে folderico এর icon pack ডাউনলোড করে নিন। ভিজিট- Folderico Icon Library

আরও বিস্তারিত জানতে ভিজিট- Folderico Tutorial

 

পরবর্তীতে থাকছে Windows Gadgets নিয়ে পোস্ট। সাথে থাকার জন্য ধন্যবাদ। 😄

source:- Top Top Tips

No comments:

Post a Comment