Popular posts

Wednesday, 13 December 2017

Ubuntu তে ইনস্টল করে নিন উইন্ডোজের বিকল্প অ্যাপগুলো

Ubuntu যারা ব্যবহার করেছেন বা ব্যবহার করেন,তারাই জানেন এটি উইন্ডোজের তুলনায় কতটা দ্রুত।এছাড়া Ubuntu দিয়ে অনেক কাজ খুব সহজে করা যায়,যা উইন্ডোজে সম্ভব না।কিন্তু অনেকেই Ubuntu ঠিকমত ব্যবহার করতে পারেন না,কারণ Ubuntu তে অ্যাপ ইনস্টল করা উইন্ডোজের তুলনায় ঝামেলাপূর্ণ।আজকে আমরা দেখবো কিভাবে কিছু জরুরি অ্যাপ খুব সহজেই Ubuntu তে সেটআপ করা যায়।

প্রথমে আমরা Ubuntu এর ডাওনলোড সার্ভার পাল্টাবো,এতে করে বড় ফাইল ডাওনলোড করতে হলেও সেটি খুব দ্রুত হবে।এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

প্রথমে Ubuntu এর System Settings ওপেন করুনএবার Software & Updates এ ক্লিক করুননিচে Download From এ ক্লিক করুনOther এ ক্লিক করুনডানদিক থেকে Select Best Server এ ক্লিক করুনএখন আপনার Ubuntu তে সর্বোচ্চ স্পিডে অ্যাপ ডাওনলোড করতে পারবেন

 

 

এখন আমরা দেখবো কিভাবে খুব দ্রুত উইন্ডোজের বিকল্প অ্যাপগুলো ইনস্টল করা যায়।

 

Ubuntu তে কিছু উইন্ডোজ অ্যাপের বিকল্প:

Google Chrome: Ubuntu তে সাধারণত ডিফল্ট ব্রাউজার হিসেবে ফায়ারফক্স দেয়া থাকে,যা অনেকেরই পছন্দ না।কিন্তু অফিশিয়ালি Ubuntu এর জন্য গুগল ক্রোমের কোন সংষ্করণ নাই।তাই এটি ইনস্টলের জন্য বেশ কিছু কমান্ড ব্যবহার করা লাগবে।

প্রথমে একটি টার্মিনাল ওপেন করুন ctrl+alt+t প্রেস করে।এখন নতুন Key যুক্ত করুন-

1

wget -q -O - https://dl-ssl.google.com/linux/linux_signing_key.pub | sudo apt-key add -

 

এটি সফলভাবে রান করলে একটি নতুন Repository যুক্ত করুন-

1

echo 'deb [arch=amd64] http://dl.google.com/linux/chrome/deb/ stable main' | sudo tee /etc/apt/sources.list.d/google-chrome.list

 

এবার গুগল ক্রোম ইনস্টল করুন-

1

2

sudo apt-get update

sudo apt-get install google-chrome-stable

 

এখন আপনার Ubuntu তে সফলভাবে গুগল ক্রোম ইনস্টল হয়ে যাবে।

 

Net Speed Monitor: উইন্ডোজে স্পিড মিটার অ্যাপের সাহায্যে খুব সহজেই আপলোড/ডাওনলোড স্পিড চেক করা যায়।Ubuntu তে এই ফিচারটি পেতে আপনাকে একটি স্পিড মিটার ইনস্টল করতে হবে।এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

প্রথমে ctrl+alt+t প্রেস করে একটি টার্মিনাল ওপেন করুনএবার টার্মিনালে নিচের কমান্ডটি টাইপ করুন-

1

2

3

sudo add-apt-repository ppa:nilarimogard/webupd8

sudo apt-get update

sudo apt-get install indicator-netspeed

 

এবার রিবুট করলেই আপনার নেট স্পিড মিটার দেখতে পারবেন।

 

Pinta: উইন্ডোজের MS Paint এর একটি অসাধারণ বিকল্প এটি।পেইন্টের প্রায় সব কাজ করা যায় এটি দিয়ে,এছাড়া কিছু অতিরিক্ত অপশনও আছে।

প্রথমে ctrl+alt+t প্রেস করে একটি টার্মিনাল ওপেন করুনএবার টার্মিনালে নিচের কমান্ডটি টাইপ করুন-

 

1

2

3

sudo add-apt-repository ppa:pinta-maintainers/pinta-stable

sudo apt-get update

sudo apt-get install pinta

 

 

Team Viewer: উইন্ডোজের জনপ্রিয় একটি অ্যাপ হলো টিম ভিউয়ার,এর সাহায্যে খুব সহজেই অন্যের পিসিতে কানেক্ট করে কাজ করা যায়।এ কারণে দলগত কাজে কোন অসুবিধা হয় না।এটি ইনস্টল করা বেশ সহজ,কারণ লিনাক্সের জন্য টিম ভিউয়ার তাদের অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া আছে।সেটি ডাওনলোড করে রান করলেই হবে।

লিঙ্ক- Download

 

আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন 🙂

Credit:- Tip Top Tips

No comments:

Post a Comment