অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Root একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস।যারা একবার Root করে ফোন চালিয়েছেন,তারা সাধারণত Root না করে ফোন ব্যবহার করতে পারেন না।এর মূল কারণ হলো Root করার ফলে ফোনে কিছু বিশেষ বাইনারী ইনস্টল হয় যা আপনাকে সুপার ইউজার এক্সেস দিতে সক্ষম।সহজ ভাষায়,ফোনের ম্যানুফ্যাকচারার কখনোই চাবে না তাদের দেয়া ওএসটি কেউ মডিফাই করে ফোন নষ্ট করুক।তাই তারা কখনোই ইউজারদের সুপার ইউজার এক্সেস দেয় না।কিন্তু Root করার মাধ্যমে আপনি এই এক্সেসটি পেতে পারেন।যে সুবিধাগুলো আপনি সুপার ইউজার হিসেবে পাবেন-
- সিস্টেম ফাইল মডিফিকেশন করতে পারবেন
- ফোনের লুক কাস্টমাইজ করতে পারবেন
- ফোনে বিল্ট ইন ভাবে সাপোর্ট করে না এমন ফিচার যুক্ত করতে পারবেন
- কাস্টম ওএস ইনস্টল করতে পারবেন
- প্রয়োজনমত ফোন ওভারক্লকিং বা আন্ডারক্লকিং করে পারফর্মেন্সের হ্রাস-বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারবেন
- গেমের ডাটা ফাইল মডিফাই করতে পারবেন
- ফোনের বিশেষ কিছু সমস্যা,যেগুলা ফরম্যাট না করলে সমাধান হয় না সেগুলা সমাধান করতে পারবেন
- ফোনের সম্পূর্ণ সিস্টেম এবং ডাটা ব্যাকআপ করতে পারবেন
এক কথায় ফোনের উপর সম্পূর্ণ এক্সেস পেয়ে যাবেন আপনি।কিন্তু Root করার কিছু ক্ষতিকর দিকও আছে-
- ব্যাটারি ব্যাকআপ কমে যেতে পারে
- না বুঝে কাস্টমাইজ করলে ফোন নষ্ট হতে পারে
- আপনার ডিভাইসের জন্য না এমন কোন ওএস বা ফাইল ফ্ল্যাশ দিলে ফোন নষ্ট হতে পারে
সাধারণত Root করা থাকলে উপরে বর্ণিত সব ধরণের সমস্যাই খুব সহজে সমাধান করা যায়।প্রতিটি সমস্যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো।
এবার আসা যাক কিভাবে আপনার Marshmallow ডিভাইসটি Root করবেন।সাধারণত,অ্যান্ড্রয়েড ললিপপ পর্যন্ত বেশ সহজেই Root করা যায় বিভিন্ন অ্যাপ দিয়ে।কিন্তু এর পরবর্তী ভার্সন গুলোতে সিকিউরিটি কোড আরো কঠিন করার জন্য সহজে Root করা যায় না।তখন আমাদের Systemless Root এর সাহায্য নিতে হয়।এ ধরণের পদ্ধতির কারণে বাইনারীগুলো খুব সহজেই মুছে ফেলা যায়।সহজভাবে বলা যায়,একবার ফ্যাক্টরি রিসেট করলেই আপনার Root এক্সেস চলে যাবে।যা আগের ভার্সন গুলোতে হতো না।এ পদ্ধতি অবলম্বন করার জন্য যা যা দরকার হবে-
আমরা এখানে mt6735 Root করার পদ্ধতি দেখাবো।তবে যেকোন চিপসেটেই এটি ব্যবহার করা যাবে।শুধু রিকভারি এবং Scatter ফাইলটির উপর লক্ষ রাখতে হবে।
আশা করছি প্রয়োজনীয় সব ফাইল আপনারা ডাওনলোড করে ফেলেছেন।এবার নিচের স্টেপগুলো ফলো করুন-
- প্রথমে Scatter ফাইল এবং TWRP ইমেজটি একটি ফোল্ডারে রাখুন
- এবার Flashtool.exe রান করুন
- Download Agent এর পাশের ঘরে ক্লিক করুন এবং MTK_AllInOne_DA.bin সিলেক্ট করুন
- এবার Scatter Loading এ ক্লিক করুন এবং আপনার Scatter ফাইলটি সিলেক্ট করুন
- এবার নিচে সবগুলো অপশন থেকে টিক তুলে দিন এবং শুধু Recovery এর ঘরে টিক দিন
- Recovery এর যেই ঘরটায় Location লেখা সে ঘর টায় ক্লিক করুন
- এবার আপনার TWRP ইমেজটি সিলেক্ট করুন
- রিকভারি সিলেক্ট করা হলে উপর থেকে Download এ ক্লিক করুন
- সবশেষে আপনার ফোনের ব্যাটারি খুলে পিসির সাথে কানেক্ট করুন
- ফোন যদি না পায়,তাহলে ভলিউম আপ/ডাউন বাটন প্রেস করুন
- ফ্ল্যাশ শেষ হলে ফ্ল্যাশ টুল ক্লোজ করুন
- এবার আপনার ফোনের ব্যাটারি লাগিয়ে ভলিউম আপ+পাওয়ার বাটন প্রেস করে রাখুন লোগো না আসা পর্যন্ত
সবগুলো স্টেপ ঠিকভাবে করে থাকলে আপনার ফোনে আপনি সফলভাবে রিকভারি ফ্ল্যাশ করতে পেরেছেন।
এখন Supersu.zip ফাইলটি ফ্ল্যাশ করলেই আপনার ফোন সফলভাবে Root করা হয়ে যাবে।ফোন অন করে Root Checker দিয়ে আপনার Root Binary চেক করতে পারবেন।
বুঝতে কোন অসুবিধা হলে ভিডিও টিউটোরিয়ালটি ফলো করুন-
আরো নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন 🙂
No comments:
Post a Comment