আস্সালামু আলাইকুম,
তো সুরতে বলি সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।
বেশি কথা না বলে কাজ এ যাই চলুন,
তো বরাবরের মতো অ্যাপসটি ডাওনলোড করুন প্লে-স্টোর হতে, তারপর ওপেন করুন।
ওপেন হয়ে গেলে তারপর আপনাদের Grant Permission দিতে হবে। তারপর নিচের ছবির মত সব অন করুন।
Grant Permission দেওয়া হয়ে গেলে আপনারা Preview দিয়ে দিন।
তারপর আপনারা দিবেন Open immediate এ ক্লিক করুন তারপর Screen Lock খুঁজে বের করে অন করে দিন
এখন আপনি Set Password এ যান কারন আপনি যদি কোন সময় Finger Print Lock ভুলে যান তাহলে আপনার ১০০% কাজে আসবে।
আপনার পছন্দ মত যে কোনটা selected করে নিন এবং ইচ্ছা মত যে কোন লক দিন আপনার যেনো মনে থাকে, আমি প্যাটান লক দিয়েছি।
এই বার আশাকরি।
তারপর আমরা Screen FingerPrint এ ক্লিক করি, কারন আমাদের ফোনে Sensor নেই তাই আমাদের ২য়টাই বেছে নিতে হবে।
এখন আপনি মনে রাখবেন আপনি যে লকটি দিচ্ছেন তা কত সেকেন্ড এ দিচ্ছেন, কারন এই জাইগায় আপনারা সকলে ভুল করবেন সে জন্য এ নোট করে বলে দেওয়া
আপনি যদি সফল ভাবে করতে পারেন এই রকম ফটো আসবে
আপনি যদি ঠিক মত কাজগুলো করে ফেলেন তাহলে ফোনটা লক করুন তারপর দেখবেন নিচের মত আসবে
আপনার ফোনের সেটিংস এ গিয়ে ফোনের যে ডিফল্ট পাসওয়ার্ড দিয়েছিলেন তারা ফোনের টা অফ করে দিন।
অফ করার পর আবার লক করুন দেখবেন Finger Print Enable হয়ে গেছে।
তো নিচের ছবির দিকে তাকালে দেখুনFinger Print রয়েছে ওই খানে ক্লিক করে ও লক খুলতে পারবেন অথবা একটা তিরের মত দেখতে পারছেন ওইটা ফোনের বাম দিক হতে ডান দিকে চাপলে সেই প্রথম যে প্যাটান অথবা পিন দিয়েছিলেন সেটা আসবে।
আশা রাখি আপনি করতে পেরেছেন।
তো তারপরও যারা না বুঝবেন তাদের জন্য আমার নিচের ভিডিও দেখে ফিঙ্গারপ্রিন্ট লক করা সিখতে হবে, এ ছাড়া বুঝানোর গতি নাই
No comments:
Post a Comment