Popular posts

Friday 1 December 2017

মানব দেহ সম্পর্কে আমাদের ১২টি ধারণা যা আদৌ সঠিক নয়

আমাদের দেহ সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে যেগুলোকে আমরা সত্য মনে করে দীর্ঘ দিন যাবত লালন করে আসছি। কিন্তু বাস্তবে এ ধারণাগুলোর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। 

 

১) প্রচলিত ধারণা: আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ১০% ব্যবহার করে থাকি।

সঠিক তথ্য: আমরা আমাদের মস্তিষ্কের অধিকাংশ অংশই ব্যবহার করে থাকি; এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি।

) প্রচলিত ধারণা: প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মস্তিষ্কে আর কোন নতুন কোষ সৃষ্টি হয় না।

সঠিক তথ্য: আমাদের পুরো জীবন ব্যাপীই স্নায়ুকোষ সৃষ্টি ও পরিবর্তিত হয়।

৩) প্রচলিত ধারণা: অন্ধকারে বা টিভি / কম্পিউটারের পর্দায় কিছু পড়লে আমাদের দৃষ্টিশক্তির ক্ষতি হয়।

সঠিক তথ্য: এ রকম কোন কিছুই হয় না; কেবল মাত্র আমাদের চোখ কিছুটা ক্লান্ত হয়, যা বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায়।

৪) প্রচলিত ধারণা: চুলের দুই আগা বা তার প্রান্ত বিভিন্ন শাখায় বিভক্ত হওয়ার সমস্যা ভালো কোন শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহারের মাধ্যমে দূর করা সম্ভব।

সঠিক তথ্য: দু আগার সমস্যা কেবল মাত্র চুলের প্রান্ত কাঁচি দিয়ে কেটে ফেলার মাধ্যমেই সম্ভব।

৫) প্রচলিত ধারণা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও চর্ম- এ ৫টিই আমাদের ইন্দ্রিয়।

সঠিক তথ্য: আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা ২১টি; যেমন: ভারসাম্য ও তাপমাত্রার ইন্দ্রিয়।

No comments:

Post a Comment