আমাদের দেহ সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে যেগুলোকে আমরা সত্য মনে করে দীর্ঘ দিন যাবত লালন করে আসছি। কিন্তু বাস্তবে এ ধারণাগুলোর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।
১) প্রচলিত ধারণা: আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ১০% ব্যবহার করে থাকি।
সঠিক তথ্য: আমরা আমাদের মস্তিষ্কের অধিকাংশ অংশই ব্যবহার করে থাকি; এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি।
২) প্রচলিত ধারণা: প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মস্তিষ্কে আর কোন নতুন কোষ সৃষ্টি হয় না।
সঠিক তথ্য: আমাদের পুরো জীবন ব্যাপীই স্নায়ুকোষ সৃষ্টি ও পরিবর্তিত হয়।
৩) প্রচলিত ধারণা: অন্ধকারে বা টিভি / কম্পিউটারের পর্দায় কিছু পড়লে আমাদের দৃষ্টিশক্তির ক্ষতি হয়।
সঠিক তথ্য: এ রকম কোন কিছুই হয় না; কেবল মাত্র আমাদের চোখ কিছুটা ক্লান্ত হয়, যা বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায়।
৪) প্রচলিত ধারণা: চুলের দুই আগা বা তার প্রান্ত বিভিন্ন শাখায় বিভক্ত হওয়ার সমস্যা ভালো কোন শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহারের মাধ্যমে দূর করা সম্ভব।
সঠিক তথ্য: দু আগার সমস্যা কেবল মাত্র চুলের প্রান্ত কাঁচি দিয়ে কেটে ফেলার মাধ্যমেই সম্ভব।
৫) প্রচলিত ধারণা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও চর্ম- এ ৫টিই আমাদের ইন্দ্রিয়।
সঠিক তথ্য: আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা ২১টি; যেমন: ভারসাম্য ও তাপমাত্রার ইন্দ্রিয়।
No comments:
Post a Comment