Popular posts

Sunday 3 December 2017

Use Link2SD And Increase Internal Storage Of Your Device[Root]

বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীই সাধারণত “Low Internal Memory” সমস্যায় ভোগে। কম এবং মাঝারি বাজেটের ডিভাইসগুলির মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। কম মেমোরি শুধুমাত্র অধিক Application এবং Games ইনস্টল করতে দেয় না তাই নয়,এর ফলে মোবাইলের পারফরমেন্স অনেকগুণে কমে যায়।

আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের Internal Storage  বাড়াতে চান, তাহলে এই পোস্টটি আপনাকে অবশ্যই সাহায্য করবে। এর জন্য, আমরা “Link2SD” নামের একটি শক্তিশালী অ্যাপ্লিকেশন ব্যবহার করব।

Link2SD অ্যাপ্লিকেশনটি খুব শক্তিশালী অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীকে System এবং User  অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ অ্যাক্সেসের অনুমতি দেয়। এই অ্যাপটির সাহায্যে আপনি সিস্টেম অ্যাপ্লিকেশন মুছে ফেলতে পারেন,Freeze করতে পারেন, .apk ফরম্যাটে তাদের কনভার্ট করতে পারেন, এবং System অ্যাপ্লিকেশনগুলোকে SD Card-এ Move করতে পারবেন।

এছাড়াও ডিভাইসের পারফরমেন্স বাড়ানোর জন্য এবং Internal Memory বাঁচানোর জন্য SD Card কে ডিফল্ট ইন্সটলেশন ডিরেক্টরি বানাতে পারবেন। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন:

 

যা যা লাগবে: 

নিচের লিঙ্ক থেকে Link2Sd ডাউনলোড করে নিন: Link2SdMiniTool Partition Wizard: click here to downloadWindows অপারেটিং সিস্টেমচালিত একটি PC ও Card ReaderRooted মোবাইল

 

যেভাবে Link2Sd ব্যাবহার করে Internal Memory বৃদ্ধি করবেন: 

প্রথমে MiniTool Partition Wizard আপনার PC তে ইন্সটল করুন। এটি শুধুমাত্র Windows PC তে কাজ করবে।আপনার সকল গুরুত্বপূর্ণ তথ্য SD Card থেকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন। এবার কার্ড রিডারের মাধ্যমে SD Card টি PC-র সাথে কানেক্ট করুন।PC তে Mini Tool Partition Wizard চালু করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন:প্রথমে Sd Card Locate করুন নিচের ছবির মতো: এবার নিচের ছবির ন্যায় “Move/Resize”option এ Click করুন:এখন আপনার ইচ্ছামত Internal Memory এর Amount সেট করুন।আমার 2GB মেমোরি কার্ড থেকে আমি 1GB External Memory হিসেবে সিলেক্ট করেছি এবং অবশিষ্ট 831MB Internal Memory হিসেবে। এরপর “Ok” দিন। তারপর আপনি দুটি Partiotion দেখতে পাবেন,একটি 1GB আরেকটি 831MB:এবার “empty” অথবা “Unallocated” space-এ Right Click করুন এবং “Create” Click করুন। একট সিস্টেম ওয়ার্নিং আসবে,এটি Ignore করুন এবং “OK” দিন। এই Unallocated Memory আপনার Internal Memory হিসেবে কাজ করবে। OK দেয়ার পর নিচের মত আসবে:“Create As” এ ক্লিক করে এটিকে Primary তে সেট করুন এবং “file system” এ Click করে “Fat32” সিলেক্ট করুন। এখন নিচের মত “OK” দিন:এরপর “Apply” বাটনে ক্লিক করুন। নিচের মত একটি “Apply Changes” উইন্ডো আসবে। “Yes” দিন:এখন নিচের মত একটি উইন্ডো আসবে। কাজ শেষ করতে কয়েক মিনিট সময় নিবে:
এটি Complete হওয়ার পর আপনি Sd Card এর দুুুুটি Partition পাবেন:এবার মেমোরি কার্ড খুলে মোবাইলে প্রবেশ করান।Link2SD অ্যাপটি চালু করুন। Sd Card এর Second Partition এর File System সিলেক্ট করতে বলা হবে। “Fat32/Fat16”অপশন সিলেক্ট করে Ok দিন:এরপর মোবাইল রিস্টার্ট করতে বলা হবে। রিস্টার্ট করে নিচের মত Link2Sd এর Settinge এ যান:Settings এ যেয়ে “Auto Link” এ টিক দিন এবং কাজ শেষ।

 

পরবর্তী সময় থেকে যখন কোন নতুন Apps অথবা Games ইন্সটল করবেন,এগুলো অটোমেটিক আপনার তৈরি করা Partition-এ ইন্সটল হবে।

বি.দ্র. Android 6.0+ ডিভাইসে এই প্রক্রিয়াটি কাজ করবে না।

আরো আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন 🙂

No comments:

Post a Comment