Popular posts

Thursday 4 January 2018

Defend Your Privacy Against Silent Installed Programs




আমাদের সবার ফোনেই নির্দিষ্ট কিছু ফাংশন থাকে যার সুবিধা আমরা পুরোপুরি নিতে পারিনা। বর্তমান এই ইন্টারনেট এর যুগে প্রাইভেসি টিকিয়ে চলা অনেক কঠিন। মূলত এতদিন পিসি কে বা ফোন কে ভাইরাস এর আক্রমন থেকে অনেকেই বাঁচিয়ে রাখার জন্য ২-৩ টা করে আ্যপ ব্যাবহার করছেন। কিন্তু এন্ড্রয়েডে বর্তমানে ভাইরাস এর চেয়েও বড় আরেকটি ক্ষতিকর প্রোগ্রাম আবিষ্কৃত হয়েছে। প্রোগ্রাম টি হলো এন্ড্রয়েডের উপর আপনার আসক্তি। এখন স্মার্টফোন টি রেখে দিয়ে বাইরে যান বা ঘুমিয়ে নিন একটু।

অবাক হলেন? হওয়ার ই কথা। এই মুহূর্তে আপনার চেয়ে এই সাইটের লেখক রাই এন্ড্রয়েডের উপর বেশি আসক্ত তাই চিন্তা নেই,এটা আপনাকে গ্রাস করার মতো পর্যায়ে যায়নি।
তবে গ্রাস করার পর্যায়ে যাওয়ার মতো প্রোগ্রামটির নাম হলো ‘সাইলেন্ট ইন্সটলড আ্যপ’। হ্যাঁ,নামে যা দেখছেন এই প্রোগ্রাম গুলোর কাজ ই তাই। মজার ব্যাপার হলো এই প্রোগ্রাম অনেক সময় অনেক প্রাইভেট ইনফরমেশন লিক করে দেয় যা ভুল হাতে পড়লে অনেক ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। কিভাবে? জেনে নেয়া যাক তাহলে কি এই প্রোগ্রাম।
সাইলেন্ট ইন্সটলড আ্যপ এর কাজ অনেক বিস্তর। ধরুন আপনি কারো ফোনে এই প্রোগ্রামের একটি আ্যপ ইন্সটল করলেন। আ্যপটি ওই ফোনের মেন্যু অপশনে আসবে না,ইন্সটল হয়েছে/হচ্ছে কিনা তা ও দেখানো হয়না এই প্রোগ্রামে। আপনার বন্ধু কিংবা চিরচেনা সাধু প্রেমিক আপনার ফোন হাতে নিয়ে চট করে প্রোগ্রাম টি নামিয়ে আপনার ফোনে ইন্সটল করে দিতে পারে আপনি টের ও পাবেন না। কিন্তু ওই আ্যপ ইন্টারনেট কানেকশন পাওয়া মাত্রই আপনার ফোনের কল হিস্টোরি,ম্যাসেজ এমনকি ফেসবুকের ম্যাসেজ ও আপনার বন্ধু এর ফোনে পাঠিয়ে দিতে পারে।

শুধু একবার আপনার ফোন ধরেই আপনার এতো ক্ষতি করার ক্ষমতা রাখে যে কেউ। প্রোগ্রাম টি যদিও খুব জনপ্রিয় না কিন্তু প্রচার বাড়তেছে তাই সতর্ক হওয়া আবশ্যক। তাই,সাইনলেন্ট ইন্সটলড আ্যপ হতে রক্ষা পাওয়ার জন্য খুব স্বাভাবিক একটা নিয়ম দেখিয়ে দেবো আপনাদের।

বলতে গেলে এটা একটা ট্রিক। এখন কম বেশি সবাই ফোনে আ্যপ লক ব্যাবহার করেন। কিন্তু সাইলেন্ট ইন্সটলড আ্যপ একবার ইন্সটল করে ফেললে আ্যপ লক করেও আর কাজ হবেনা।

যাই হোক,কাজে নেমে পড়ি।

১. প্রথমেই ফোনের জন্য আপনার ব্যাভার করা থার্ড পার্টি এপ লকার ওপেন করুন। না থাকলে আমি CM Locker ডাউনলোড করে নিতে বলবো। আ্যপটি সাইজে ছোট হলেও কাস্টমাইজ করার অনেক অপশন দেয়। তবে Vault ও অনেক কার্যকরী এ ক্ষেত্রে।

২. আ্যপ লকার/Vault  হতে আপনার ফোনের ‘Settings’ আ্যপটি লক করে ফেলুন। পাসওয়ার্ড বা প্যাটার্ন কাউকে না জানানোই ভালো।

৩. এবার ফোনের Settings অপশনে যান। এবং আ্যপ লকার এর নাম সার্ভিসে খুঁজে বের করে সার্ভিস টি চালু করুন। তাহলে আ্যপ লকার এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।

৪. এর পর Settings এ এসে ‘Security’ মেন্যু তে প্রবেশ করুন।

৫. ‘Device Administration’ শাখায় Allow Installation of apps from unknown sources প্রোগ্রাম টি অফ করে দিন।

বাস! হয়ে গেলো সব কাজ। এখন কেউ আপনার ফোন এ কোন আ্যপ ইন্সটল করতে গেলে আগে Allow Installation of apps from unknown sources প্রোগ্রাম থেকে অনুমতি লাগবে। কিন্তু সেই অনুমতি দিতে গেলে আপনাকে সেটিংস এ যেতে হবে যা আ্যপ লকারের জেলের আসামী। আর এই আ্যপ লকার এর পিন শুধু আপনার জানা তাই এটা অন্য কারো দ্বারা খোলা সম্ভব নয়।
যেসব হতে সতর্ক থাকবেন তা হলো,

১. ফোনে কোন র‍্যাম ক্লিনার আ্যপ থাকলে তার Whitelist/Ignore Apps মেন্যু তে আ্যপ লকার অন্তর্ভুক্ত করে নেবেন।

২. Allow Installation of apps from unknown sources  প্রোগ্রাম টি অফ হয়ে যাবার সম্ভাবনা থাকে যখন ই আপনি নতুন কোন আ্যপ ইন্সটল করেন। তাই হুট করে অফ হয়ে গেলে আবার অন করে রাখবেন।


এই আর্টিকেল সম্পর্কিত যেকোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।

What do you think?
Like
1
+1
Agree
0
+1
Disagree
0
+1
Don't get it
0
+1

No comments:

Post a Comment